“ How to get B.Ed Practicum PDF Under WBUTTEPA

কিভাবে বি এড - এর প্রাক্টিকামগুলোর পিডিএফ (PDF) নিজের মোবাইলে পাবেন। 




আমাদের কাছ থেকে প্রাক্টিকাম নেওয়ার কয়েকটি নিয়মাবলী

  1. No→1 (Practicums PDF Exchange)  আপনার কাছে যদি নিজের লিখা অথবা অন্য কারোর লেখা যেকোনো সেমিস্টারের যেকোনো টপিকের প্রাক্টিকাম PDF থাকে তাহলে সেই ধরনের প্রাক্টিকাম PDF 2 টো সেন্ড করলে 1 টা ফ্রি-তেই পেয়ে যাবেন এক্সচেঞ্জ করে। 
  2. No→2 (Pay through Phone Pe, Google Pay, or Paytm)  আপনার কাছে যদি কোন ধরনের প্রাক্টিকাম এর PDF না তাহলে আমাদের এখান থেকে প্রাক্টিকাম নেওয়ার জন্য বাংলা ভার্সনের প্রাক্টিকাম প্রতি 10 টাকা করে পেইড করতে হয় এবং ইংরেজি ভার্সনের প্রাক্টিকাম গুলো নেওয়ার জন্য 15 টাকা করে পেইড করতে হয়।  
  3. No→3 (3rd Semester Subject Wise Learning Design)  তৃতীয় সেমিস্টারের অন্তর্গত যেকোনো বিষয়ের বিষয়ভিত্তিক লার্নিং ডিজাইন সংগ্রহ করতে হলে 60 টা লার্নিং ডিজাইন এর জন্য মোট 60 টাকা পেইড করতে হয়।
  4. No→4 (Individual Seminar Presentation PPT)  প্রথম সেমিস্টারের কোর্স ফাইভ (V) এর যেকোনো একটি টপিক এর উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন (PPT) বানাতে হলে মোট 60 টাকা খরচ হয়। তার মধ্যে নূন্যতম 30 টাকা অ্যাডভান্স করে নিজের প্রয়োজনীয় তথ্য গুলি লিখে পাঠাতে হবে, যেমন – টপিকের নাম, শিক্ষার্থীর নাম, কালেজ এর রোল নম্বর, বিএড এর মূল বিষয় (মেথড সাবজেক্ট), বি.এড কলেজের নাম ও জেলার নাম, সুপারভাইজার এর নাম)  
  5. No→5 (Payment & Get Practicums Pdf Immediately)  পেইড হলে হোয়াটস অ্যাপ এ স্ক্রিন শট পাঠান এবং আপনার প্রাক্টিকাম গুলো তৎক্ষণাৎ পেয়ে যান। 
  6. বিঃ দ্রঃ :  পে করতে পারেন Phone Pe, Google Pay or Paytm এর মাধ্যমে । 

Contact the Number below to receive the PDF of the Complete Practicum on your Mobile (WhatsApp).

Contact with 7548044403

Or

Click on the WhatsApp for direct Massage

 (WhatsApp)

প্রাক্টিকাম এর পিডিএফ গুলো নিজের মোবাইলে নিতে নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন।

Contact with 7548044403



Post a Comment

Please do not enter any spam link in the comment box.

Previous Post Next Post