লিঙ্গ :- কোন একটি কৃষ্টির পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির প্রাকৃতিক নারীত্ব বা পুরুষত্বের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত বৈশিষ্ট্য আচরণ ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার সমষ্টি হল লিঙ্গ ।
বৈশিষ্ট্য:-
১ নারীত্ব বা পুরুষত্ব অর্থাৎ সেক্স নির্ধারিত হয় জৈবিক কারণে, কিন্তু লিঙ্গ জৈবিক ও শিখন প্রসূত একটি মানসিক গঠন।
২ লিঙ্গ সম্পর্কিত বৈশিষ্ট্য জৈবিক কারণে হতে সৃষ্টি হতে পারে আবার শিখনের ফলেও উক্ত বৈশিষ্ট্য প্রকট হতে পারে।
৩ লিঙ্গ সম্পর্কিত ব্যক্তিগত বোধ বা ধারণা এবং সর্বজনীন সামাজিক ধারণা দুই এর ক্ষেত্রেই কৃষ্টির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।