Notes: B.Ed Course VI , 4th Semester
সেক্স কাকে বলে, তার উপাদান, সেক্স ও লিঙ্গের প্রধান প্রধান পার্থক্য উল্লেখ করো :-
সেক্স :-
সেক্সের অর্থ একজন ব্যক্তির জৈবিক অবস্থা যা সাধারণত পুরুষ নারী এবং মধ্যবর্তী শ্রেণীতে বিভক্ত করে (অর্থাৎ কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্যের সমন্বয় জন নারী ও পুরুষের পার্থক্য কে চিহ্নিত করে) জৈব যৌন পরিচয়ের একাধিক লক্ষণ আছে যার অন্তর্গত যৌন ক্রোমোজোম, যৌনগ্রন্থি, অভ্যন্তরীণ প্রজনন অঙ্গ এবং জননাঙ্গ।
সেক্সের উপাদান:-
১ ক্রোমোজোম ,
২ যৌনগ্রন্থি ,
৩ লিঙ্গ।
সেক্স ও লিঙ্গের প্রধান প্রধান পার্থক্য :-
১ সেক্স জৈব ধারণা ,
১ লিঙ্গ সামাজিক ও কৃষ্টি কত ধারণা।
২ সেক্স জন্ম সহজাত বৈশিষ্ট্য ,
২ লিঙ্গ অর্জিত বা আরোপিত বৈশিষ্ট্য ।
৩ সেক্স প্রজাতিগত হওয়ার দরুন তার সমগ্র মানব প্রজাতির মধ্যে একই রূপে বর্ধমান,
৩ লিঙ্গ ব্যক্তিগত বা গোষ্ঠিগত বৈশিষ্ট্য হওয়ার দরুন তা সকলের মধ্যে এক রকম নয়।
৪ সেক্স প্রধানত হরমোন নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট যৌন প্রত্যঙ্গ গুলির উপর নির্ভরশীল,
৪ লিঙ্গ আংশিকভাবে হরমোন প্রভাবিত হলেও কোনো নির্দিষ্ট প্রত্যঙ্গ নির্ভর করে না সবটাই মানসিক।
৫ সেক্স আত্মপ্রত্যয় নির্ভর করে না ভীত বা পুরুষত্বের বৈশিষ্ট্যের উপর অর্থাৎ আত্মপ্রত্যয় গঠনের অন্যতম কারণ সেক্স,
৫ আত্মপ্রত্যয় নির্ভর করে লিঙ্গ সুলভ ভূমিকা বিকাশের উপর।
৬ সেক্স অপরিবর্তনীয় (ব্যতিক্রম বাদ দিয়ে),
৬ লিঙ্গ পরীবর্তনীয়(যদিও নির্দিষ্ট শর্তে ও মানসিক ব্যাধির ক্ষেত্রে বেশি দেখা যায়)।
৭ লিঙ্গ বিকাশের প্রক্রিয়া শুরু হয় প্রাক জন্ম কালীন পর্ব থেকে,
৭ সেক্স বিকাশের প্রক্রিয়া জন্মকালীন এবং সাধারণত দুই বছর বয়স থেকে ।
৮ সেক্স স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা এবং এই কারণে অনিবার্য,