পিতৃতন্ত্র এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য ;
 এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সমস্ত রাজনৈতিক, নৈতিক, পারিবারিক এবং অর্থনৈতিক ক্ষমতা ও পুরুষের উপর । পণ্ডিতদের অভিমত মোটামুটি ছয় হাজার বছর পূর্বে যখন সমাজের পিতা হিসেবে একজন নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার সূচনা হয় তখন থেকেই পিতৃ তন্ত্রের সূত্রপাত।
পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য :- 
১ লিঙ্গ বৈষম্য ,
২ সম্পত্তি ও বংশ লতিকা ,
৩ নৈতিকতা ,
৪ আত্মনিয়ন্ত্রণ,
৫ আদর্শ নারী (একজন আদর্শ পুরুষের চেয়ে ও আদর্শ নারীর প্রতিরূপ সমাজে অধিকতর চর্চার বিষয়। প্রায় সমস্ত ধর্মীয় বিধানে এবং চিন্তাভাবনাই আদর্শ নারীর বৈশিষ্ট্য , কর্তব্য সম্পর্কে বিশদ নির্দেশিকা আছে এবং তার একটা বড় অংশ জুড়ে আছে স্বামীর সংসার , সন্তান সম্পর্কিত কর্তব্য ও দায়িত্ব। কিন্তু স্বাধীনভাবে ধর্মাচরণের ক্ষেত্রে বহু বাধা নিষেধ আছে।)
Previous Post Next Post