Course VI Notes , 4th Semester
ভক্ত বৎসলম কমিটি এর সুপারিশ :-
এই কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ গুলি হল :-
১ সরকারি উদ্যোগ যথেষ্ট না হওয়ায় তার পাশাপাশি বেসরকারী উদ্যোগকে উৎসাহিত করতে হবে। বেসরকারি সাহায্যে নতুন বালিকা বিদ্যালয় স্থাপন, ছাত্রী নিবাস ও শিক্ষিকাদের জন্য বাসগৃহ তৈরি করার উদ্যোগ নেওয়া উচিত ,
২ প্রাথমিক স্তরে সহশিক্ষা বজায় রাখার জন্য দ্বিপ্রাহরিক আহার এর ব্যবস্থা, বিনামূল্যে বই পত্র, পোশাক ইত্যাদি সরবরাহ করার দায়িত্ব নিতে হবে ,
৩ বিদ্যালয় ও সন্নিহিত অঞ্চলে সভা-সমিতি আলোচনা ইত্যাদির আয়োজন করতে হবে ।
৪ জনবসতি অনুযায়ী প্রতিটি অঞ্চলে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রাথমিক বিদ্যালয় 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, নিম্ন মাধ্যমিক স্কুল 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে ,
৫ শিক্ষকতা পেশাকে মেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলার উপযোগী বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে ,
৬ শিক্ষক শিখন এর কলেজে ভর্তির জন্য গ্রাম অঞ্চলের শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে ,
৭ মেয়েদের শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক ,
৮ নারী শিক্ষার সমগ্রতাবাদ কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে।
৯ নারী শিক্ষার প্রতি নেতিবাচক মনোভাব এবং সংশ্লিষ্ট কুসংস্কারকে দূর করতে হবে।