Paper VI Notes - 4th Semester

নারী শিক্ষায় কোঠারী কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন(১৯৬৪-৬৬) :- 
নারী শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের উল্লেখযোগ্য ভূমিকা বর্তমান , কারণ এই কমিশন নারীদের জন্য অনেক ধরনের সুপারিশ এর মাধ্যমে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে ।

 এই কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ গুলি হল:
১ নারীদের কর্মসংস্থানের সুযোগ ,
২ মেয়েদের আংশিক সময়ের সব কাজের সুযোগ দেওয়া। সরকারি আইনে  বিবাহের বয়স 18 হওয়ার ফলে আংশিক সময়ের কাজের সুযোগ পেলে তারা উপার্জন ও সঙ্গে সঙ্গে পড়াশোনা সংসার সবাই পালন করতে পারবে,
 ৩ পরবর্তী কুড়ি বছরের মধ্যে ছেলে ও মেয়ের বিদ্যালয় গুলোতে অনুপাত  নিম্ন মাধ্যমিকে ২:১ ও উচ্চমাধ্যমিকে ৩:১ অনুপাতে আনতে হবে ,
৪ নারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে, হাসপাতলে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে যথাযোগ্য কাজের সুযোগ পেলে ওই সব ক্ষেত্রে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে , 
৫ ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে এবং ছাত্রীদের জন্য বৃত্তি নির্দিষ্ট করতে হবে,
 ৬ ছাত্রীদের শিক্ষার জন্য সঙ্গীত, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে উন্নত মানের পাঠক্রম চালু করতে হবে ইত্যাদি।
Previous Post Next Post